খোকসায় এক ও দুই টাকার মুদ্রা অচল, ব্যাংক বলছে গুজব
কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক ও দুই টাকার ধাতব মুদ্রা লেনদেনে অনাগ্রহ ক্রেতা-বিক্রেতাদের। রাষ্ট্রীয় ভাবে এসব মুদ্রা অচল না হলেও এ উপজেলার সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ী ও দোকানীদের। ফলে খুচরা লেনদেনে রীতিমতো দুর্ভোগে পড়েছেন এই উপজেলার মানুষ। উপজেলা প্রশাসন বলছে, সরকার অনুমোদিত সকল মুদ্রা ব্যাংকগুলো নিতে বাধ্য।
খোকসা উপজেলায় এক ও দুই টাকার ধাতব মুদ্রা কয়েক বছর আগে প্রচলন থাকলেও এখন তা প্রায়ই অচল। ক্রেতা-বিক্রেতা কেউই নিতে চান না এসব ধাতব মুদ্রা। ব্যবসায়ীরা বলছেন, প্রশাসন উদ্দ্যোগ নিলে এ উপজেলায় আবারও প্রচলন হবে এসকল ধাতব মুদ্রা।
পৌর বাজার ব্যবসায়ী উৎপল সাহা জানান, ‘কেউ নিচ্ছে না, তাই আমরাও নিচ্ছি না। তাছাড়া ব্যাংকগুলোতেও জমা নিতে চায় না।'
কমলাপুর স্কুলপাড়ার ব্যবসায়ী কোরবান আলী বলেন, ‘অনেক আগে থেকেই অঞ্চলের মানুষ এসব টাকা ব্যবহার বন্ধ করে দিয়েছে। প্রশাসনের উচিত এগুলো তদারকি করা।’
খোকসা সোনালী ব্যাংক ম্যানেজার প্রসাদ বিশ্বাস জানান, এক ও দুই টাকার মুদ্রা অচল কথাটি গুজব।সরকার অনুমোদিত এসকল মুদ্রা না নেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি
What's Your Reaction?