খোকসার ওসমানপুর খেয়াঘাটে মাঝিদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ২

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর খেয়াঘাটে মাঝিদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন মাঝি গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) রাত ৩টা ১০ মিনিটের দিকে খোকসা থানার ওসমানপুর খেয়াঘাটে পূর্ব দিকের প্রান্তে নৌকায় অবস্থানরত দুই মাঝির ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় ১০–১৫ জনের একটি অজ্ঞাতনামা সন্ত্রাসী দল।
আহতরা হলেন ওসমানপুর গ্রামের মো. বিশাল (১৮), পিতা: মো. জাহাঙ্গীর আলম এবং মো. হাছেন আলী শেখ (৫৫), পিতা: মৃত মোকসেদ আলী শেখ। তারা দীর্ঘদিন ধরে খেয়াঘাটে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার সময় আহতরা যাত্রী পারাপারের জন্য নৌকা নিয়ে ঘাটে অপেক্ষা করছিলেন। এমন সময় কোনো ধরনের কথা না বলেই হামলাকারীরা এসে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর জখম করে। হামলাকারীরা টাকা-পয়সা বা কোনো মালামাল না নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে, যা এ হামলার পেছনে পূর্বপরিকল্পিত কোনো উদ্দেশ্য থাকার সন্দেহ সৃষ্টি করেছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
খোকসা থানা-পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।
What's Your Reaction?






