খোকসার গড়াই নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ
![খোকসার গড়াই নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ](https://www.kholachokh24.com/uploads/images/202406/image_640x_360_6666e7a470cb4.jpg)
কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে। সে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম আমান (১৩)। তিনি এক্তারপুর গ্রামের হাসান আলীর পুত্র।
১০’জুন সোমবার ১০টার দিকে হাওয়া উপজেলার ভবন এলাকায় নদীতে গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।
ওই সময় অনান্য বন্ধুরা তীরে উঠতে পারলেও আমানের সন্ধান পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস তলব করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন নৌযানে দিয়ে খোঁজাখুঁজি করে আমানের খোঁজ পাওয়া যায়নি।
খোকসা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খোঁজাখুজি করে না পেয়ে ডুবুরিরা ফিরে এসেছে। তিনি আরো জানান, খুলনা থেকে ডু্বুরি টিম খবর দেয়া হয়েছে। তারা আসলে আবার উদ্ধার কাজ করা হবে।
What's Your Reaction?
![like](https://www.kholachokh24.com/assets/img/reactions/like.png)
![dislike](https://www.kholachokh24.com/assets/img/reactions/dislike.png)
![love](https://www.kholachokh24.com/assets/img/reactions/love.png)
![funny](https://www.kholachokh24.com/assets/img/reactions/funny.png)
![angry](https://www.kholachokh24.com/assets/img/reactions/angry.png)
![sad](https://www.kholachokh24.com/assets/img/reactions/sad.png)
![wow](https://www.kholachokh24.com/assets/img/reactions/wow.png)