খোকসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগকালীন করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বক্তারা দুর্যোগের পূর্বাভাস সম্পর্কে সচেতনতা, দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি এবং প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন বলেন, “দুর্যোগ মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুর্যোগের আগাম সতর্কতা গ্রহণ এবং দুর্যোগকালীন কার্যকর পদক্ষেপ নিতে পারলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।” প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দোস্তদার হোসেন বলেন, “সরকার দুর্যোগ ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে।”
মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার দুর্যোগকালীন নারীদের সুরক্ষা ও করণীয় বিষয়ে আলোচনা করেন। সোনালী ব্যাংকের ম্যানেজার প্রসাদ বিশ্বাস, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সুমন হোসেন, প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার, সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ আজমলসহ আরও অনেকে সভায় অংশ নেন।
বক্তারা দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে দুর্যোগকালীন জরুরি সেবা, স্বেচ্ছাসেবী কার্যক্রম ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা, প্রস্তুতি ও প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, “দুর্যোগে আতঙ্কিত না হয়ে পরিকল্পিত প্রস্তুতি গ্রহণের মাধ্যমেই প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।”
সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এই আয়োজনের মাধ্যমে জনগণের মধ্যে দুর্যোগ প্রস্তুতি বিষয়ে সচেতনতা বাড়ানো সম্ভব হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
What's Your Reaction?






