খোকসায় দুই মহিষসহ চোর আটক

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
Feb 1, 2024 - 22:19
 0  12
খোকসায় দুই মহিষসহ চোর আটক

কুষ্টিয়ার খোকসায় মহিষসহ মো: সুজন আলী (২৯) নামে এক চোর আটক করা হয়েছে। 

 ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা থেকে দুইটি কালো রঙের মহিষ আটক করে খোকসা থানা পুলিশ। 

আটককৃত মহিষচোর মো: সুজন আলী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার কুমারী কলেজপাড়া গ্রামের সাকের আলীর ছেলে।

এবিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ বলেন, ০২টি কালো রঙের চোরাই মহিষসহ মো: সুজন আলীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। তিনি আরও বলেন, থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow