খোকসায় পুকুর হতে লাশ উদ্ধার
কুষ্টিয়ার খোকসায় মানুষিক ভারসাম্যহীন আব্দুল মজিদ(৪৫) ওরফে সেন্টু নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ।
১৪'জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মামুদানীপুর গ্রামের মো: মজিবর রহমান এর পুকুর হতে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত্যু আব্দুল মজিদ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মথুরাপুর (মাছপাড়া) গ্রামের ইলাহি বক্স এর ছেলে। সে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ডিগ্রী কলেজে এমএলএসএস পদে চাকুরী করতেন।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যু আব্দুল মজিদ দুইদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে মামুদানীপুর গ্রামের মো: মজিবর রহমান এর পুকুর হতে তার লাশ উদ্ধার করা হয়। মৃত্যু মজিদ মানুষিক ভারসাম্যহীন। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এবিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
What's Your Reaction?