খোকসায় বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা সম্পন্ন

কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বিকেল ৪টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, সাধারণ শিক্ষক সদস্য অনিরুদ্ধ বিশ্বাস, অভিভাবক সদস্য মো. নাজমুস সালেহীন, সদস্য সচিব ও প্রধান শিক্ষক সালমা খাতুন এবং একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন বলেন, "বোর্ডের অনুমতি সাপেক্ষে এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।"
What's Your Reaction?






