খোকসায় বিএনপি'র সাবেক ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

খোকসা(কুষ্টিয়া) প্রতিনিধি
Feb 2, 2025 - 13:16
 0  6
খোকসায় বিএনপি'র সাবেক ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ার খোকসায় বিএনপি'র থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও যুবদল নেতা জুবায়ের রহমান জ্যাকি’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

শনিবার সকালে বাস স্ট্যান্ড চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
থানা ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতা  জুবায়ের রহমান জ্যাকি’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সকালে থানা বিএনপির অফিস এলাকা থেকে আমরা বিএনপি পরিবারের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা বাস স্ট্যান্ডে এসে মানববন্ধন সৃষ্টি করে। প্রায় ৩০ মিনিট স্থায়ী এ কর্মসূচি চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খোকসা থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও সাবেক মেয়র প্রার্থী সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক  নাফিস আহমেদ খান রাজু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  মোঃ তৈয়ব আলী সরকার, খোকসা পৌরসভার সাবেক কাউন্সিলর হাসেম আলী প্রমুখ। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক থানা ছাত্রদলের সভাপতি রোকনুজ্জামান রোকন।
বক্তব্য বিএনপি নেতারা বলেন, বিএনপিতে সদ্য যোগদানকারী মিরাজ মেলেটারীসহ আসামীদেরকে না ধরা পর্যন্ত সভা সমাবেশ এমনকি হরতাল অবরোধ করা হবে।

খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন আইন-শৃঙ্খলা স্বাভাবিক আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow