খোকসায় বেগম রোকেয়া দিবস ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান
"নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় বেগম রোকেয়া দিবস ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
০৯ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বেগম রোকেয়া দিবস ও শ্রেষ্ঠ জয়িতাদের এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্ত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) রেশমা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার, থানার তদন্ত ওসি আব্দুল গফুর সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান শেষে ৫টি ক্যাটাগরিতে ৫ জন নারীকে উপজেলা শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করে পুরস্কার বিতরণ করা হয়।
What's Your Reaction?