খোকসায় বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন উৎপাদনে বাম্পার ফলনের আশায় কৃষকরা

সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া
Apr 24, 2025 - 19:01
 0  7
খোকসায় বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন উৎপাদনে বাম্পার ফলনের আশায় কৃষকরা

কুষ্টিয়ার খোকসায় শুরু হয়েছে বোরো ধান কর্তন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণে কৃষকের ঘাম ঝরানো পরিশ্রমে এবার ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ফলনের শুভ সূচনা হয়েছে এক উৎসবমুখর পরিবেশে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে খোকসা উপজেলা কৃষি অফিসের সামনে কৃষক ইন্তাজ আলীর প্রদর্শনী প্লটে ধান কর্তনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল নোমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চলতি মৌসুমে খোকসায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ২০ বর্গমিটার জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, ভেজা ধান উৎপাদিত হয়েছে ২৩.২০০ কেজি, শুকনা ধান ১৯.৯৫ কেজি এবং হেক্টরপ্রতি ফলন দাঁড়িয়েছে ৯.৯৭ টনে। যা থেকে চাউল পাওয়া যাবে প্রায় ৬.৫৬ টন। বিঘাপ্রতি ধানের গড় উৎপাদন হয়েছে প্রায় ৩৩ মণ।

এই ফলন কৃষকদের মুখে হাসি ফোটাবে বলেই আশাবাদী কৃষি কর্মকর্তারা। আগামীর ফসল উৎপাদনে এ ধারা অব্যাহত রাখতে আধুনিক কৃষি প্রযুক্তি ও সরকারি সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow