খোকসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মীভূত

খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি
Jun 24, 2024 - 16:12
 0  8
খোকসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মীভূত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকানঘর পুরে ভস্মীভূত হয়েছে।

২৩ জুন রবিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার গোপোগ্রাম ইউনিয়নের গোপোগ্রাম বাজারে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।


স্থানীয়রা জানান, রবিবার রাত ১২টার দিকে হঠাৎ-ই গোপোগ্রাম বাজারের জিল্লুর জুতা সেন্ডেলের দোকানে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ১৫টি দোকান ও দোকানের মালামাল পুরে ছাই হয়ে যায়। এর মধ্যে রয়েছে, কসমেটিকসের দোকান, ঔষধ ফার্মেসি, গার্মেন্টস কাপড়ের দোকান, মুদি দোকান ও ডেকোরেটরের দোকানসহ অনান্য দোকান ঘর। আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুতই ছুটে আসে ফায়ার সার্ভিস।  

খোকসা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ইউএনও ইরুফা সুলতানা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow