খোকসায় ১৪ টি ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার 

পুলক সরকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি
Mar 29, 2024 - 20:09
 0  17
খোকসায় ১৪ টি ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার 

কুষ্টিয়া খোকসা থানা পুলিশ ১৩টি জিআর ও ০১টি সিআর মোট ১৪ টি ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ শরিফুল ইসলাম(৩৬) নামের একজনকে গ্রেফতার করেছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাশ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা জেলা হতে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মোঃ শরিফুল ইসলাম খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের জাগলবা গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, এসআই(নিঃ) কবির হোসেন সঙ্গীয় এসআই(নিঃ)চাঁদ আলী, এসআই(নিঃ) বজলুর রশিদ, এসআই(নিঃ) শহিদুল ইসলাম, এএসআই(নিঃ) মনিরুল ইসলাম, এএসআই(নিঃ) কবির উদ্দীন এবং কং/৭৭৭ মেহেদী হাসান, কং/৮৯০ মনিরুজ্জামান, কং/৪১০ হেলাল ও কং/১৬৫৬ মামুনদের সমন্বিত প্রচেষ্টায়  ১৩টি জিআর ও ০১টি সিআর ওয়ারেন্টের আসামি মোঃ শরিফুল ইসলামকে চুয়াডাঙ্গা জেলা হতে গ্রেফতার করে। 

এবিষয়ে খোকসা থানার ওসি আননুর যায়েদ বলেন, থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow