খোকসা পৌরসভার মশক নিধন কর্মসূচির উদ্বোধন
কুষ্টিয়ার খোকসা পৌরসভার উদ্যোগে আট দিনব্যাপী এডিস মশা নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
৭' অক্টোবর সোমবার সকালে পৌরসভা চত্বরে এ অভিযানের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, খোকসা পৌরসভার প্রশাসক রেশমা খাতুন, সহকারী প্রকৌশলী মোঃ সুজন আলী, উপ সহকারী প্রকৌশলী মামুনুর রশীদ প্রমুখ।
সহকারী প্রকৌশলী মোঃ সুজন আলী জানান, প্রতিবছরের ন্যায় এবারও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশা দমনে ঔষুধ ছিটানো হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিন দ্বারা মশক নিধন কর্মসূচি পালন হবে।
পৌর প্রশাসক রেশমা খাতুন জনান, পৌরসভার প্রতিটি এলাকায় এই মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। সেই সাথে মশার প্রজনন রোধে নিজ বাড়ি ঘরের আশ-পাশ এলাকা পরিস্কার রাখার জন্য পৌরবাসীকে অনুরোধ করেন।
What's Your Reaction?