‘গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার জন্য শহীদ জিয়াকে হত্যা করা হয়েছে’ — আনিসুর রহমান তালুকদার খোকন

মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস শিকদারের উদ্বোধনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। মুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়ার সঞ্চালনায় এবং মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার জন্যই শহীদ জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। একই কারণে আজ বেগম খালেদা জিয়াকেও জেল-জুলুমের শিকার হতে হচ্ছে।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন, মাদারীপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দরি জাহান এবং মাহবুব হোসেন মুন্সী। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বেপারী, মেজর (অব.) মুক্তিযোদ্ধা রুহুল আমিন সিকান্দারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
What's Your Reaction?






