গাঙচিল ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সাহিত্য আসর অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jun 21, 2024 - 19:41
 0  8
গাঙচিল ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সাহিত্য আসর অনুষ্ঠিত 

গাঙচিল ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার শহরের আলিপুরে সংগঠনের সভাপতি  ইয়ারাদ  হোসেন রিয়াদের সভাপতিত্বে ‌অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ টিটিসির অধ্যাপিকা রোকেয়া বেগম, অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন চলচ্চিত্র পরিচালক কবি ও সাহিত্যিক খান আক্তার হোসেন দাদাভাই। অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও ছড়াকার নুর উদ্দিন শেখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনা এবং পরে কবি অসীম সাহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের কবিতা আবৃতি করেন নগরকান্দা উপজেলার শিক্ষা অফিসার ‌ জাহিদ হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা পাগলা বাবলু খান, কবি ও সাহিত্যিক আব্দুর রাজ্জাক রাজা, রোকনউদ্দিন আহমেদ, আফরোজ জাহান পপি, মাহমুদা সুলতানা , আসমা আক্তার মুক্তা, ফরিদা সুলতানা, সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন সবিতা বৈরাগী।
সভায় বক্তারা ‌বলেন, গাঙচিল বাংলাদেশের সাহিত্য অঙ্গনে একটা গুরুত্বপূর্ণ অবস্থান সৃষ্টি করেছে। এখান থেকে নতুন লেখকরা বেরিয়ে আসবে ‌ যারা দেশকে সাহিত্য অঙ্গনে প্রতিনিধিত্ব করবে।
বক্তারা ‌এ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি এ সংগঠনের আগামী দিনের কার্যক্রম সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় ফরিদপুরের বিভিন্ন স্থানের সাহিত্য প্রেমীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow