গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বেরোবিতে সংহতি সমাবেশ

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Apr 7, 2025 - 17:11
 0  8
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বেরোবিতে সংহতি সমাবেশ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠ থেকে উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান গেট, পার্কের মোড়, শহীদ আবু সাঈদ চত্বর এবং শহীদ আবু সাঈদ গেট প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা স্মারক মাঠে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আজকের এই সংহতি সমাবেশ। আমরা বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “ইসরায়েলি বাহিনীর ইতিহাসের অন্যতম জঘন্য মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলা জরুরি। নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা, ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া এবং বসতি নির্মাণের নামে চালানো সহিংসতার দ্রুত অবসান হওয়া উচিত। বিশ্ব সম্প্রদায়কে এখনই এগিয়ে আসতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, কেন্দ্রীয় মসজিদের খতিব রকিব উদ্দিন আহাম্মেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বক্তারা তাঁদের বক্তব্যে দেশব্যাপী ইসরায়েলি পণ্য বর্জন, ইহুদি পুঁজির ওপর অর্থনৈতিক অবরোধ এবং অবিলম্বে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বেরোবি প্রশাসন সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow