গাজায় গণহত্যা বন্ধে কৃষ্ণনগরে সর্বস্তরের তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

কাউছার আহমদ, নবীনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Apr 12, 2025 - 23:10
 0  2
গাজায় গণহত্যা বন্ধে কৃষ্ণনগরে সর্বস্তরের তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে খান মার্কেট এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে কৃষ্ণনগরের শত শত মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে সোচ্চার হয়ে মানববন্ধন ও প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। মুখে মানবাধিকারের কথা বললেও বিশ্ব মোড়লরা এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।” বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান—ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে জোরালো ভূমিকা রাখতে হবে।

বক্তব্য দেন আশরাফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মতিউর রহমান, অলিউর রহমান আকবরী, মহিউদ্দিন সেলিম, সফিকুল ইসলাম মোল্লা, আব্দুর রহমান, বোরহান উদ্দিন, মো. জুনাইদ প্রমুখ।

সমাবেশে বক্তা শাহ পরান বলেন, “যে ওআইসি ও জাতিসংঘ মুসলমানদের ওপর হামলায় নীরব থাকে, তাদের দরকার নেই। গাজায় বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে আমাদের এই অবস্থান। হয়তো আমাদের হাতে কিছু নেই, তবে দোয়া ও প্রতিবাদের মাধ্যমে আমরা বার্তা পৌঁছে দিতে চাই—ইসরায়েলের প্রতি আমাদের ঘৃণা নিরন্তর।”

আয়োজকেরা জানান, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তারা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow