গাজীপুরে পিএসটিসি’র সুফাসেক প্রকল্পের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরিফা হক, গাজীপুর জেলা প্রতিনিধি
Dec 12, 2024 - 01:17
 0  11
গাজীপুরে পিএসটিসি’র সুফাসেক প্রকল্পের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিএসটিসি এর "সুফাসেক" প্রকল্পের আওতায় আজ স্থানীয় পর্যায়ে স্টেকহোল্ডারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পের পূর্ণাঙ্গ নাম "স্টেপ আপ দি ফাইট এগেনস্ট সেক্সচুয়াল এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন: এমপাওয়ারিং চিলড্রেন অ্যান্ড কমিউনিটিস"। অনুষ্ঠানে নেদারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ও স্থানীয় সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মনিক ডেমেনিন্ট এবং গ্লোবাল হেলথ ও এসআরএইচআর বিষয়ক পলিসি অফিসার ফ্রাঙ্ক পট। পিএসটিসি’র নির্বাহী পরিচালক ড. নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি, সদর থানার চাইল্ড অ্যাফেয়ার্স পুলিশ কর্মকর্তা, জেলা প্রবেশন কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের প্রতিনিধি।
সভায় আলোচকরা শিশু যৌন শোষণ (অফলাইন/অনলাইন) প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধি, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার রক্ষা, এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করেন। বক্তারা বিশেষ করে গাজীপুরের ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি এবং বিদ্যালয়গুলোতে সচেতনতামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
নেদারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল স্থানীয় পর্যায়ের এসব কার্যক্রমকে শক্তিশালী করতে তাদের সহযোগিতার আশ্বাস দেন। তারা শিশু সুরক্ষা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সুফাসেক প্রকল্পের মাধ্যমে সরকার এবং স্থানীয় কমিউনিটি যৌথভাবে শিশু যৌন শোষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। পিএসটিসি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি  সংস্থার সমন্বিত উদ্যোগে গাজীপুরের শিশু, কিশোর-কিশোরী এবং যুবকদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow