গুলিতে নিহত ছাত্রলীগ কর্মীর বাড়িতে জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
Jun 6, 2024 - 20:37
 0  8
গুলিতে নিহত ছাত্রলীগ কর্মীর বাড়িতে জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবী জয়ের গুলিতে নিহত ছাত্রলীগ কর্মী আশরাফুর রহমান ইজাজের বাড়িতে ছুঁটে গেছেন জেলা আওয়ামীলীগ ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি হাজি মোঃ হেলাল উদ্দিন ও নব নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভনসহ স্বজনরা নিহতের কলেজপাড়াস্থ বাড়িতে ছুঁটে যান। 

জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি হাজি মোঃ হেলাল উদ্দিন বলেন, ভিডিও ফুটজে দেখা গেছে হামলাকারী ছেলেটি ফিল্মি স্টাইলে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে পিস্তল কোমরে রেখে হেটে চলে যায়। এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত এবং নিদের্শদাতা তাদের বিচারও আমরা চাই। সন্ত্রাসী কোনো দলের না। তাদেরকে আমরা দলে রাখব না। দল থেকে তারা কোন প্রশ্রয় পাবেনা।
এদিকে নিজ কর্মীর এমন মৃত্যুতে হতবাক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান শাহদাৎ হোসেন শোভন। তিনি বলেন, যে হত্যাকান্ড ঘটানো হয়েছে তা মর্মান্তিক। যে গুলি করেছে এবং অস্ত্রের যোগান দিয়েছে তাদের সকলের দৃষ্টান্তমূলক বিচার চাই।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow