গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ দুইজন নিহত

আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ
Mar 12, 2025 - 14:03
Mar 12, 2025 - 14:04
 0  17
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ দুইজন নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মদিনা বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে গেলে চালক ও যাত্রী মহাসড়কের ওপর ছিটকে পড়েন।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক (৪৭) এবং ভ্যানচালক কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে স্বপন খান (৬০)।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow