গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন করতে পারলেই রাষ্ট্রের উন্নয়ন হবে---ইঞ্জিনিয়ার শ্যামল 

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
Feb 22, 2025 - 20:47
 0  6
গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন করতে পারলেই রাষ্ট্রের উন্নয়ন হবে---ইঞ্জিনিয়ার শ্যামল 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবিভুক্ত) ৫২ তম বার্ষিক সাধারণ সভা শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
ব্রাহ্মণবাড়িয়া সদর ইউসিসিএ লিমিটেডের সভাপতি মোঃ আলী আজমের সভাপতিত্বে  অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান মঞ্জু, ব্রাহ্মণবাড়িয়ার সদর ইউসিসি লিমিটেডের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সদর ইউসিসি লিঃ সদস্য মোঃ নিয়ামুল হক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নূরুল মাহমুদ ভূইয়া, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোসলে উদ্দিন, সদর উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মুক্তার হোসেন।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (পদাবিক) মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রায়হান উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিআরডিবির মাধ্যমে প্রান্তিক মানুষের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ করছে। গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন করতে পারলেই রাষ্ট্রের উন্নয়ন হবে। বিআরডিবির কাজ সত্যি প্রশংসনীয়।
তিনি আরো বলেন, বড় বড় ব্যবসায়ীরা ঋণ খেলাপি করে থাকে, কিন্তু প্রান্তিক কৃষকরা ঋণ খেলাপি করে না। প্রান্তিক কৃষকদের ছেলে মেয়েদের শিক্ষা কর্মসূচি গ্রহণ করা জরুরী। শিক্ষা জাতির মেরুদন্ড। বিএনপি ক্ষমতায় গেলে বিআরডিবির মাধ্যমে প্রান্তিক কৃষকদের ছেলে মেয়েদের শিক্ষার মান উন্নয়নে কাজ করবে।
সাধারণ সভা শেষে ৫৭ জন প্রান্তিক কৃষকের মাঝে প্রায় ২৯ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow