গ্লোরি চাইল্ড হোম এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ফরিদপুরের আলিপুর গ্লোরি চাইল্ড হোম এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল দশটায় বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ গোপাল চন্দ্র প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা খেলা ঘরের সভাপতি আলতাফ হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চিতা বসাক। জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। এতে মোট ৩৮ টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয় । এছাড়া অভিভাবকদের জন্যও একটি খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ক্রীড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
What's Your Reaction?