চট্টগ্রামের বায়েজিদে  অগ্নিকান্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই 

চট্টগ্রাম ব্যুরো অফিস:
Apr 28, 2024 - 18:53
 0  9
চট্টগ্রামের বায়েজিদে  অগ্নিকান্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই 

চট্টগ্রামের বায়েজিদে টেক্সটাইল এলাকার আবাসিকের বসত ঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। এসময় ১৪ টি সেমিপাকা ঘর পুড়ে ছাই গেছে।

রবিবার (২৮ এপ্রিল) দুপুর ২ টা ৫০ মিনিটে শ্যামলছায়া আবাসিক এলাকায় এ আগুনের ঘটনা।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, আগুন লাগার পর দ্রুতই আগুন ছড়িয়ে যায়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে প্রায় ১৫ মিনিটি পর ফায়ার সার্ভিসের সদস্যরা ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কামরুল জামান বলেন, বিকেল ২ টা ৫০ মিনিটে বায়েজিদের একটি বসত ঘরে আগুনের সংবাদ পাই। এর ১৫ মিনিটের মধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

১ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ১৪টি ঘর পুড়ে গেছে বলেন এই কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow