চট্টগ্রামে আইসক্রিমে খাবারের রং এর পরিবর্তে কাপড়ের রং ব্যবহার, ১ লক্ষ টাকা জরিমানা
চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও মোহরা এলাকায় এরকম একটি আইসক্রিম কারখানার সন্ধান পায় নিরাপদ খাদ্য অধিদপ্তর। যেখানে আইসক্রিম তৈরি করতে খাবারের রঙের পরিবর্তে তৈরি হচ্ছিল ক্ষতিকর কাপড়ের রং। তারা এ আইসক্রিম তৈরি করার পর নামিদামি ব্রান্ডের লেবেল লাগিয়ে বাজারজাত করে।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করায় স্থানীয় নেয়ামত শাহ আইসক্রিম কারখানাটিকে সতর্ক করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অপর একটি অভিযানে আইসক্রিম তৈরিতে পরিছন্নতা বিধি অনুসরণ না করায় নেজার ফুড বেভারেজ নামের আরও একটি আইসক্রিম কারখানাকে ১ লক্ষ টাকা জরিমানা করে নিরাপদ খাদ্য অধিদপ্তর।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন নিরাপদ খাদ্য অধিদপ্তর এর সহকারী উপ পরিচালক আবদুর সোবাহান। আইসক্রিম তৈরিতে ক্ষতিকর এই সব রং ব্যবহার না থামালে স্বাস্থ্যের জন্য বড় ক্ষতি বলছেন ভোক্তা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
What's Your Reaction?