চট্টগ্রামে ১৩৮টি বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার

মো: সিরাজুল মনির,চট্রগ্রাম ব্যুরো
Apr 6, 2024 - 01:04
 0  10
চট্টগ্রামে ১৩৮টি বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার

চট্টগ্রামের কোতোয়ালী এলাকা থেকে ১৩৮টি বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে নগরীর স্টেশন রোড এলাকার বিসমিল্লাহ ফিশ অ্যান্ড বার্ডস সেন্টার থেকে ১১০টি এবং রেশমা অ্যাকুয়ারিয়াম অ্যান্ড বার্ডস সেন্টার থেকে ২৮টি কচ্ছপ উদ্ধার করা হয়।

এসব কচ্ছপের বৈজ্ঞানিক নাম ‘ইন্ডিয়ান রুফড টার্টল’। স্থানীয়ভাবে এসব কচ্ছপকে কাড়ি কাইট্টা বলে। কচ্ছপগুলো বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর সিডিউল-১ ভুক্ত বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, আইন অনুযায়ী এ প্রজাতির কচ্ছপ ধরা, সংরক্ষণ, বিক্রি কিংবা হস্তান্তর আইনগত অপরাধ। এগুলো বিপন্ন প্রজাতির প্রাণী। গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোডের বিসমিল্লাহ ফিশ অ্যান্ড বার্ডস সেন্টার এবং রেশমা অ্যাকুয়ারিয়াম অ্যান্ড বার্ডস সেন্টারে অভিযান চালিয়ে ১৩৮টি কচ্ছপ উদ্ধার করা হয়।

অভিযানের সময় প্রতিষ্ঠান দুটির লোকজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে বন আদালতে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow