চাঁদার দাবিতে পিতা-পুত্রকে পিটিয়ে আহত

মো: নাজমুল হোসেন পিরোজপুর জেলা প্রতিনিধি
Mar 10, 2025 - 05:12
 0  5
চাঁদার দাবিতে পিতা-পুত্রকে পিটিয়ে আহত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের মৈশানি গ্রামে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ননী গোপাল সরকার (৮৫) ও তার ছেলে শম্ভু সরকার (৪২)-কে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নয়ন গাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত নয়ন গাজী একই গ্রামের মৃত হাফিজুর রহমান গাজীর ছেলে।

রবিবার (৯ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত শম্ভু সরকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিমা আক্তার জানান, শম্ভু সরকারের অবস্থা আশঙ্কাজনক। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে।

ননী গোপাল সরকারের মেয়ে খুকু রানী দাস বলেন, "নয়ন গাজী কয়েকদিন ধরে আমার বাবার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। টাকা না থাকায় জমি লিখে দেওয়ার জন্যও চাপ সৃষ্টি করেছে। আজ সকালে আবার টাকা বা জমি দেওয়ার জন্য বললে, রাজি না হওয়ায় আমার ভাইকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।"

ননী গোপাল সরকার বলেন, "আমি বাজারে গিয়েছিলাম। বাড়ি ফিরে দেখি, নয়ন গাজী আমার ছেলেকে পিটাচ্ছে। বাধা দিতে গেলে আমাকেও মারধর করে। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক, এখন আর উপার্জন করতে পারি না। আমি এর উপযুক্ত বিচার চাই।"

অভিযুক্ত নয়ন গাজী বলেন, "ননী গোপাল সরকারের পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। আমি তাদের কাছে সাড়ে ৬১ শতাংশ জমি পাই, এ নিয়ে মামলা চলমান। আজ সকালে গাছ বিক্রি করতে গেলে তারা বাধা দেয়, এতে ধস্তাধস্তি হয়।"

রড দিয়ে পেটানোর বিষয়ে তিনি বলেন, "রড নয়, চিকন কঞ্চি দিয়ে আত্মরক্ষার জন্য ২-১টি আঘাত করতে হয়েছে।"

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, "ঘটনার বিষয়ে শুনেছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow