চান্দুরা সূর্য তরুণ সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো: শামীম মিয়া, বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
Dec 3, 2024 - 20:35
Dec 3, 2024 - 20:37
 0  18
চান্দুরা সূর্য তরুণ সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাধন চান্দুরা সূর্যতরুণ সমাজ কল্যা যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি আজ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয় চান্দুরা ডাকবাংলা খেলার মাঠে। হাজার হাজার দর্শকের উন্মাদনায় খেলাটি টান টান উত্তেজনায় শেষ পর্যন্ত  ৩-২ গোলে জয় লাভ করেন সবুজ তরুন ফুটবল একাদশ। দেশি বিদেশী খেলোয়াড়দের অংশ গ্রহনে খেলাটি জমজমাট হয়। সবুজ তরুণের পক্ষে সর্বোচ্চ ২ গোল করে ম্যাচ সেরা হন লোকাল বয় রুস্তম ফরায়জি। 

চান্দুরা সূর্যতরুন সমাজ কল্যান যুব সংঘের উদ্যোগে এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়। ক্লাবটির সভাপতি, এ কে এম জহিরুল হাসান রয়েল এবং সাধারণ সম্পাদক, খায়রুল আলম জুয়েল সহ ক্লাবের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে ক্লাবটি বিভিন্ন ধরনের খেলাধূলার পাশাপাশি সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব নিয়াজ মোর্শেদ, সভাপতি চান্দুরা ডাকবাংলা সি এন জি ষ্ট্যান্ড। উদ্বোধক হিসাবে ছিলেন জনাব,আব্দুর রশিদ খাঁন,সাবেক প্রধান শিক্ষক, চান্দুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়। প্রধান অতিথির বক্তব্যে জনাব সায়েদ খন্দকার বলেন এই ধরনের খেলাধূলার উন্নয়নে তিনি সর্বদায় পাশে থাকবেন। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,,
মোশাররফ মেম্বার,কামাল মিয়া,আমিন মিয়া,তাহের মেম্বার,আবু মেম্বার,নুর ইসলাম সর্দার,মোঃ ফিরুজ মিয়া, রফিকুল ইসলাম,মনসুর আলী, মিছির আলী,আলী হোসেন সহ আরো অনেকে।

খেলায় প্রথম পুরস্কার প্রদান করেন ক্লাবের সম্মানিত সভাপতি, এ কে এম জহিরুল হাসান রয়েল এবং রানার্স আপ ট্রফি প্রদান করেন,খায়রুল আলম জুয়েল, ব্রাঞ্চ ম্যানেজার, সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। খেলাটি পরিচালনা করেন জনাব,মোঃ ফকরিয়া।

সার্বিক সহযোগিতায় ছিলেন, খোকন মিয়া,আনসার আলী,আবুল হোসেন,সহ ক্লাবের সকল সদস্যগন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন,মোঃ কামরুল আলম সোহেল সহসভাপতি, চান্দুরা সূর্য তরুণ সমাজকল্যাণ  যুব সংঘ।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow