চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা ও এর কার্যকর ব্যবহার বিষয়ে চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর সদর উপজেলায়।
সোমবার (২১ এপ্রিল) কৈজুরী ইউনিয়নের ৭৩ নম্বর তুলা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাখুন্ডা ক্লাস্টারের আওতাধীন চারটি বিদ্যালয়ের মোট ৩০ জন শিক্ষক এতে অংশগ্রহণ করেন।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শিহাব খান। সহকারী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মুরারী দাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকরা সুশৃঙ্খল, প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি ছিল চমৎকার ও মনোমুগ্ধকর বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
প্রশিক্ষক শিহাব খান বলেন, “একদিনব্যাপী এ প্রশিক্ষণ শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা এবং শিক্ষক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”
What's Your Reaction?






