ছাত্র জনতার গণঅভ্যুথ্যানে আহত ও শহীদদের স্মরণে আত্রাইয়ে স্মরণ সভা

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি
Nov 28, 2024 - 21:25
 0  3
ছাত্র জনতার গণঅভ্যুথ্যানে আহত ও শহীদদের স্মরণে আত্রাইয়ে স্মরণ সভা

জুলাই-আগষ্টে ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন।

সভার শুরুতে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

স্মরণ-সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, জুলাই-আগষ্টে ছাত্র-জনতার সমন্বিত গণ অভ্যুত্থানে দেশের জনগন এক নতুন বাংলাদেশ পেয়েছে।জনগনের অভিপ্রায় অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণ এখন সকলের দায়িত্ব।গণঅভ্যুত্থানে নতুন একটি অধ্যায় সূচনা হয়েছে। আমরা চাই আধুনিক ও বৈষম্যহীন সমাজ। বাংলাদেশে কোন বৈষম্য থাকতে পারে না।

তিনি আরো বলেন, যে কোন প্রতিকুলতার বিরুদ্ধে সংগ্রাম মানুষের চিরায়িত ঐতিহ্য এবং এটি আমরা যুগে যুগে দেখতে পেয়েছি। সকল আন্দোলনে সবার পক্ষে অংশ গ্রহন করা সম্ভব হয় না। যারা ত্যাগ স্বীকার করেছেন,দুঃখ-কষ্ট ভোগ করেছেন এবং যে মায়েরা সন্তান হারিয়েছেন সবারই আত্নত্যাগ সফল হোক। সবাইকে নিয়ে আমরা যেন সুন্দর সমাজ ও সুন্দর দেশগড়তে পারি।

স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাহাবুদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোকসানা হ্যাপী,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অভিজিৎ সরকার, মোল্লা আজাদ সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য মাহবুবুল আলম দুলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বুলু, বীর মুক্তি যোদ্ধা শ্রী নীরেন্দ্র নাথ দাশ ও গনঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ১৮ বছরের শহীদ হওয়া টগবগে তরুন ফাহমিনের পিতা আবেদ আলী,শহীদ শাকিল আনোয়ারের সহধমিনী সালমা আক্তার,ছাত্র-সমাজারে ছাত্র নেতা সম্রাট তারেক আহম্মেদ,মোঃ রাকিব হোসেন প্রমূখ। 

স্মরণ সভায় বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের অফিসার, মুক্তিযোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow