জনগণের পাশে থেকে উন্নয়নে কাজ করবো – শহিদুল ইসলাম বাবুল

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Mar 25, 2025 - 22:42
 0  4
জনগণের পাশে থেকে উন্নয়নে কাজ করবো – শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুরের সদরপুরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় তিন হাজার নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন—এই তিনটি উপজেলা অবহেলিত। আমি তারেক রহমানের নির্দেশে এখানে রাজনীতি করতে এসেছি। আমি আপনাদের পাশে থেকে এলাকার মানুষের উন্নয়নে কাজ করবো।”

তিনি আরও বলেন, “সতেরো বছর আমরা অনেক লড়াই করেছি, কিন্তু হাল ছাড়িনি। গণতন্ত্রের জন্য অনেক মানুষ জীবন দিয়েছে, বেগম খালেদা জিয়া নির্যাতিত হয়েছেন, আমরাও নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। নানা ষড়যন্ত্র চলছে—রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে, সেনাবাহিনীর ভেতরে ষড়যন্ত্র চলছে। তবে যদি আপনারা আমার পাশে থাকেন, তাহলে বালু দখলদারিত্ব, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলন বন্ধ করবো।”

সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদুর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন বিএনপির সদস্য সচিব তারিকুল ইসলাম কবির মোল্যা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ সদরপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow