জনপ্রিয়তায় এগিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী আফজাল
আসছে মার্চ ও এপ্রিলে দেশের উপজেলা পরিষদের মেয়াদ শেষ হয়ে যাবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন অচিরেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই কুষ্টিয়ার খোকসায় প্রার্থীরা মাঠে নেমে গেছে। চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা শহর ও গ্রামে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দিয়ে জানান দিচ্ছে তারা প্রার্থী হবেন।
হাট-বাজার, পাড়া-মহল্লা ঘুরে জানা গেছে, উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আলোচনায় এগিয়ে রয়েছে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আফজাল হোসেন আবির।
জনপ্রিয়তায় এগিয়ে থাকা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আফজাল হোসেন আবির জানান, দলের প্রবীণ নেতা ও জনগণের মতামতের ভিত্তিতে জনগণই আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী বানানোর সিদ্ধান্ত নিয়েছে। বিগত দিনে সুখে-দুঃখে আমি জনগণের পাশে সবসময় ছিলাম। জনগণ চাইলে আমি খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হব।
What's Your Reaction?