জনস্বার্থে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি, বান্দরবানঃ
Mar 18, 2025 - 11:46
 0  8
জনস্বার্থে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের মাসিক সমন্বয় সভা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন মহিলা মেম্বার হ্লায়ইসিং মারমা, মেয়ইউ মারমা, অঞ্জনা দেবী তঞ্চঙ্গ্যা, ১নং ওয়ার্ড মেম্বার বোসিং মারমা, ২নং ওয়ার্ড মেম্বার যুদ্ধসেন তঞ্চঙ্গ্যা, ৩নং ওয়ার্ড মেম্বার সলিরাম ত্রিপুরা, ৪নং ওয়ার্ড মেম্বার অংসিংনু মারমা, ৫নং ওয়ার্ড মেম্বার মংক্যউ মারমা, ৭নং ওয়ার্ড মেম্বার সাহ্লাঅং মারমা, কচ্ছপতলি চহ্লাপাড়া কারবারি মংহ্লাচিং মারমা, গুড়া পারা কারবারি উক্যচিং মারমাসহ অন্যান্য ইউপি সদস্যরা।

সভাপতির বক্তব্যে বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, "জনস্বার্থে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পরিষদকে প্রদত্ত বরাদ্দ যথাযথভাবে কাজে লাগাতে হবে। এজন্য সকল ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন।"

এ সময় বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। ইউনিয়নের সার্বিক উন্নয়নে স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে এ ধরনের সমন্বয় সভার গুরুত্ব তুলে ধরা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow