জাটকা সংরক্ষণে পদ্মায় অভিযানে ৪০০ মিটার বাঁধ উচ্ছেদ

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Apr 10, 2025 - 09:44
 0  5
জাটকা সংরক্ষণে পদ্মায় অভিযানে ৪০০ মিটার বাঁধ উচ্ছেদ

ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদীতে পরিচালিত অভিযানে অবৈধভাবে নির্মিত ৪০০ মিটার দীর্ঘ বাঁশের বাঁধ উচ্ছেদ করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে প্রায় ৩ হাজার মিটার বিভিন্ন প্রকার অবৈধ মাছ ধরার জাল।

বুধবার (৯ এপ্রিল) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালিত হয় শিমুলতলী ঘাট সংলগ্ন পদ্মা ও আড়িয়াল খাঁ নদের সংযোগস্থলে।

অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান।

জব্দকৃত জালের মধ্যে ছিল ৩০০ মিটার কোনাজাল, ৭০০ মিটার চায়না দুয়ারী এবং ১ হাজার মিটার কারেন্ট জাল।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, নদীর ওই এলাকায় অবৈধভাবে বাঁশের বাঁধ নির্মাণ করে কোনাজালের ফাঁস তৈরি করে জাটকা ইলিশসহ অন্যান্য মাছ নিধনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, “ইলিশসহ অন্যান্য মাছ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। এছাড়া জেলে ও জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ উপলক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow