"জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত" – মানববন্ধনে নির্বাচন কর্মকর্তা

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুর
Mar 13, 2025 - 14:48
 0  6
"জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত" – মানববন্ধনে নির্বাচন কর্মকর্তা

জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। এর অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধনে উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনূল-অরা তীন সোফিয়া বলেন, "২০০৭ সাল থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন নিরবচ্ছিন্নভাবে জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছে। তবে হঠাৎ করে সরকারি সিদ্ধান্তে এই সেবাকে স্বাধীন কমিশনের অধীনে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যা নতুন কাঠামো তৈরির মাধ্যমে সরকারি ব্যয় বাড়ানোর পাশাপাশি সেবার মানও নিম্নমুখী করবে। তাই সরকারের উচিত এই সিদ্ধান্ত থেকে সরে আসা।"

তিনি আরও বলেন, "দাবি আদায়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow