জাতীয় শিক্ষা সপ্তাহে নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি ৫ ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ ফরিদপুরে উপজেলা পর্যায়ে মূল্যায়নে পাঁচ ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি।
যে বিষয়ে যারা শ্রেষ্ঠ হয়েছেন নিম্নে তাদের নাম দেওয়া হলো।
খ-গ্রুপে তাৎক্ষনিক অভিনয়ে শ্রেষ্ঠ হয়েছেন- সামিয়া।
খ-গ্রুপে লোকনৃত্যে শ্রেষ্ঠ হয়েছেন : আমাতুল আরিশা বর্ষা।
স্কাউট গ্রুপে শ্রেষ্ঠ হয়েছেন-সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি স্কাউট গ্রুপ।
শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন : স্কাউট মো: শাফিন মোল্লা।
শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন: স্কাউটার খোন্দকার গোলাম কিবরিয়া।
সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির এ প্রাপ্তিতে স্কুলের প্রধান শিক্ষক মো: বেলায়েত হোসেন মিয়া তার প্রতিক্রিয়ায়-জাতীয় শিক্ষা সপ্তাহে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জ্ঞাপন করেন।
সর্বোপরি তিনি উপজেলা পর্যায়ে ইউএনও মহোদয়, মাধ্যমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য মূল্যায়ন কমিটি এবং জেলা পর্যায়ে শ্রদ্ধেয় জেলা প্রশাসক, এডিসি (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা অফিসারসহ অন্যান্য মূল্যায়ন কমিটির সম্মানিত বিচারক মন্ডলীদের নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং স্কুলের শিক্ষার পরিবেশ উন্নয়নের ধারায় সকলের সম্পৃক্ততা কামনা করছেন।
What's Your Reaction?