জামালপুরে মাদকবিরোধী মানববন্ধনে এলাকাবাসীর ক্ষোভ

জামালপুরে মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (৪ এপ্রিল) জুমার নামাজের পর পৌর শহরের পূর্ব নাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পূর্ব নাছিরপুর, কুর্শা ও লাঙ্গলজোড়া এলাকার সর্বস্তরের মানুষ এ মানববন্ধনের আয়োজন করেন।
এতে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিনুল ইসলাম তানজিল, রাসেল, পূর্ব নাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক লিখন শেখসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, এলাকার কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী স্থানীয় ও বাইরের মাদকসেবীদের সহায়তায় পুরো এলাকা মাদকের আখড়ায় পরিণত করেছে। নানা স্থান থেকে মাদকসেবীরা এসে প্রকাশ্যে মাদক সেবন করছে, যা যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
এ অবস্থার অবসানে দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান বক্তারা। তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং মাদকের বিস্তার রোধে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
What's Your Reaction?






