জিয়ানগরে মৎস্যজীবী ফেডারেশনের পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশন, জিয়ানগর উপজেলা কমিটির পরিচিতি ও সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় জিয়ানগর উপজেলা অডিটোরিয়ামে কয়েক শতাধিক জেলে ও মৎস্যজীবীদের উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-০১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী। সভাপতিত্ব করেন মোঃ কাউসার শেখ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী।
সভাটি সঞ্চালনা করেন মোহাম্মদ কাওসার শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশন জিয়ানগর উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আলী হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলামসহ ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব মাসুদ সাঈদী বলেন, “বংশপরম্পরায় যারা প্রকৃত জেলে, তাঁদের অনেকেই এখনো সরকারি তালিকায় অন্তর্ভুক্ত নন। ফলে তারা খাদ্য সহায়তাসহ সরকারি নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তালিকাভুক্ত কার্ডধারীদেরও ঘুষ না দেওয়ায় তালিকা থেকে বাদ পড়তে হচ্ছে। নিষিদ্ধ মৌসুমে মাছ ধরতে গিয়ে অনেকেই আটক বা নির্যাতনের শিকার হচ্ছেন, হারাচ্ছেন নৌকা-জাল। গত ১৫ বছর ধরে এ চিত্র বিরাজমান।”
তিনি অভিযোগ করেন, “পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় এমপি-চেয়ারম্যানরা নিজেদের লোক ও আত্মীয়স্বজনদের নাম তালিকাভুক্ত করে প্রকৃত জেলেদের বাদ দিয়েছেন। এসব ভুয়া তালিকা বাতিল করে প্রকৃত মৎস্যজীবীদের অন্তর্ভুক্ত করতে হবে।”
তিনি আরও বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ থাকায় উপকূলীয় এলাকার জেলেরা চরম আর্থিক সংকটে পড়ে। সরকার বরাদ্দ দিলেও অধিকাংশ জেলে তা পান না। কেউ কেউ অর্ধেক চাল পেলেও সেটিও নিয়মমাফিক পৌঁছায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
সভায় বক্তারা বলেন, মৎস্যজীবীদের ওপর বিগত সরকারের সময়ে নানা ধরনের নিপীড়ন, মিথ্যা মামলা ও অনিয়ম চলেছে। বক্তারা সংগঠনের ঐক্য ধরে রেখে অধিকার আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
What's Your Reaction?






