জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত কাবাডি ও দাবা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা দুইটায় গাজনা পূর্ণ চন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়, মধুখালী, ফরিদপুরে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা ক্রীড়া অফিসার আল - আমীন খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মধুখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ আউয়াল আকন, গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওহাব মোল্লা, সহকারী প্রধান শিক্ষক জনাব উৎপল কুমার ভৌমিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ ক্রীড়া শিক্ষক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোট ৬৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গাজনা পূর্ণচন্দ্র বহুমুখীউচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে হাজী আব্দুল গনি দাখিল মাদ্রাসা।প্রতিযোগিতা শেষে অতিথীরা কাবাডি ও দাবা প্রতিযোগিতার সকল বিজয়ীদের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন ।
What's Your Reaction?