টেকনাফে ৪৪০ জন শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

হাবিবুল ইসলাম হবিব,টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি
Jan 19, 2025 - 20:42
 0  3
টেকনাফে ৪৪০ জন শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ান (২বিজিবি) আয়োজনে ৪৪০ জন গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। 

১৯ জানুয়ারি (রোববার) বিকালে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ১৯ জানুয়ারি কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিএ-৫৬১৫ ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান, এসবিপি, ওএসপি, বিএসপি, কর্তৃক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সেন্টমার্টিন দ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত ১০০ জন শীতার্ত গরীব ও দুঃস্থ্যদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন। উক্ত সময় সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রামু, অধিনায়ক এবং ইন্ট অফিসার, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদস্যগন উপস্থিত ছিলেন। শীত বস্ত্র বিতরণ শেষে ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান বলেন, বিজিবি সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 

উল্লেখ্য, গত ১৩-১৯ জানুয়ারি পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া এবং শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত ১৪০ জন শীতার্ত, গরীব ও দুঃস্থ্যদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এছাড়াও সীমান্ত পরিবার কল্যাণ সমিতি, উপ শাখা সীপকস, টেকনাফ এর ব্যবস্থাপনায় ২০০ জনসহ ৪৪০ জন শীতার্ত, গরীব ও দুঃস্থ্যদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow