ঠাকুরগাঁওয়ের প্রতারক আটক ফরিদপুরে

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Apr 17, 2025 - 16:28
 0  11
ঠাকুরগাঁওয়ের প্রতারক আটক ফরিদপুরে

সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন ঠাকুরগাঁও জেলার মোঃ সিদ্দিকুর রহমান (৪৫)। নিজেকে স্বর্ণের বার (Gold Bar) মালিক পরিচয় দিয়ে প্রতারণা করতেন তিনি। অবশেষে ফরিদপুরের সদরপুর থানা পুলিশের অভিযানে ধরা পড়েছেন এই প্রতারক।

গ্রেফতারকৃত সিদ্দিকুর রহমানের বাড়ি ঠাকুরগাঁও জেলার রাজাগাঁও ইউনিয়নের খালপাড়া গ্রামে। তার পিতার নাম মৃত সোলেমান রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্দিকুর রহমান বিভিন্ন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সহজ-সরল মানুষের সঙ্গে সখ্যতা গড়ে তুলতেন। পরে স্বর্ণের বার দেখিয়ে আকর্ষণীয় দামে বিক্রির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। অনেকেই স্বর্ণের লোভে পড়ে তার ফাঁদে পা দিতেন।

গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিয়মিত মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

সদরপুর থানা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের প্রতারণার ঘটনায় কেউ জড়িত থাকলে বা প্রতারিত হলে তাৎক্ষণিকভাবে থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow