ডাঙ্গী ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতা,হামলা>ভাংচুর>লুটপাট

সিনিয়র স্টাফ রিপোর্টার:
Jan 28, 2024 - 22:05
Jan 28, 2024 - 22:28
 0  17
ডাঙ্গী ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতা,হামলা>ভাংচুর>লুটপাট

ফরিদপুরের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নে মুরাদ বাহিনীর অতর্কিত হামলায় ভবুকদিয়া বাস স্ট্যান্ডের পাঁচটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে রবিবার(২৮জানুয়ারী) বিকেল পাঁচ টায়।

ভুক্তভোগী দোকান মালিক ও স্হানীয় লোকজন জানান-স্থানীয় মুরাদ বাহিনীর নেতৃত্বে কয়েক শতাধিক মানুষ দেশীয় অস্ত্র ঢাল, সরকি, রামদা,ইট পাটকেল,লাঠি সোটা নিয়ে অতর্কিত ভবুকদিয়া বাসস্টান্ডে এসে চেয়ারম্যান কাজী আবুল কালামের সমর্থকদের ৫ টি দোকানে হামলা চালিয়ে ভাঙ্গচুর ও লুটপাট করে। 

হামলা চালায় ইদ্রিস আলী মাতুব্বর সারের দোকানে,সোহেল কাজির মুদির দোকানে, জামাল মেম্বারের চাউলের আড়ৎ-এ, বীর মুক্তিযোদ্ধা রায়হান কাজীর মুদির দোকানে ও সবুজ কাজীর হার্ডওয়ারের দোকানে। হামলাকারীরা দোকানপাট  ভাঙ্গচুর করার সময় লুটপাট চালায় বলেও অভিযোগ উঠেছে।  

এসময় সার ব্যবসায়ী ইদ্রিস আলী মাতুব্বরেরর  ছেলে শরীফ মাতুব্বর (৩২) কে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা।

ডাঙ্গী  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, স্থানীয় নেতা মুরাদ বাহিনীর নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়েছে,তার ভাইয়ের মুদির দোকান সহ ৫ টি দোকান ভাঙচুর ও লুটপাট করে নিয়ে গেছে। 

 দোকানপাট ভাঙচুর ও লুটপাটের খবর জানতে পেরে নগরকান্দা থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

স্হানীয় মুরাদ গ্রুপের নেতা মুরাদের বক্তব্য জানতে তার মুঠোফোনে কল দিয়েও তাকে পাওয়ায় যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow