ডা: স্টিফেন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকীতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের শ্রদ্ধা

রিপন মজুমদার,নোয়াখালী জেলা প্রতিনিধি
Dec 23, 2024 - 13:34
 0  3
ডা: স্টিফেন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকীতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের শ্রদ্ধা

রাঙ্গামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের সাবেক পরিচালক প্রয়াত ডা: মং স্টিফেন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাসপাতালের পরিচালকের বাসভবন চত্বরে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে  ৮টায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পক্ষে হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর নেতৃত্বে এসময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, স্টাফ এবং নার্সরা প্রয়াত পরিচালক ডা: মং স্টিফেন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

হাসপাতালের প্রোগাম ম্যানেজার শিমসোন চাকমার সঞ্চালনায় এসময় বাইবেল পাঠ ও প্রার্থনা সভা পরিচালনা করেন পরিচালক ডা: প্রবীর খিয়াং। স্মৃতিচারণ করেন কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা এবং হাসপাতালের প্রশাসন বিভাগের স্টাফ সৌমেন খিয়াং।

এদিকে ডা: মং স্টিফেন চৌধুরীর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর সহকর্মীদের  পক্ষ হতেও পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

প্রসঙ্গত: ২০১৫ সালের ২৩ ডিসেম্বর পরিচালকের বাসভবনে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ডা: মং স্টিফেন চৌধুরী মৃত্যুবরণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow