ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা কার্ভাড ভ্যানসহ গ্রেফতার২

লালমনিরহাট জেলা প্রতিনিধি
Feb 25, 2025 - 20:28
 0  5
ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা কার্ভাড ভ্যানসহ গ্রেফতার২

লালমনিরহাট ডিবি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনাকালে ১০ কেজি  মাদকদ্রব্য গাজা, একটি কার্ভাড ভ্যান সহ ২ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে । জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ, এর নেতৃত্বে ও এসআই  অমিতাভ রায় সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে  লালমনিরহাট থানাধীন পৌরসভার তালুকখুটামারা বটতলা বাজারে সালমান টেলিকম নামীয় দোকানের সামনে মোগলহাট টু জেলা পরিষদ  গামী পাকা রাস্তার উপর হতে আসামী ফারুক মিয়া (৩০) পিতা- মো: সুরমান আলী, আকাশ আলী(২৫), পিতা-মো: সুজন মিয়া, উভয়সাং- শ্রীফলতলা মধ্যপাড়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ দের আটক করে। আসামি ফারুক মিয়া এর চালনা করা আটককৃত একটি টাটা কোম্পানির সবুজ ও হলুদ রঙের কাভার্ড ভ্যানের পিছনের ডালার ছাদের সামনের অংশে প্লেনসিট দিয়ে বিশেষ ভাবে নির্মিত হুড এর ভিতর হতে ১০ ( দশ) কেজি গাজা  উদ্ধার করেন । এসংক্রান্তে লালমনিরহাট সদর থানায় আটক আসামীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

 জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন মোগলহাট টু জেলা পরিষদ  গামী পাকা রাস্তার উপরে বিশেষ অভিযান চালিয়ে  ১০কেজি  মাদকদ্রব্য গাজা, একটি কার্ভাড ভ্যান সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow