ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণের দোকানে তল্লাশি

জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণের দোকানে তল্লাশি চালানোর সময় নওগাঁর দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার চানপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—নওগাঁ জেলার আত্রাই উপজেলার কালিকাপুর গ্রামের তৈয়ব সরকারের ছেলে সাগর (৩০) এবং সদর উপজেলার জগত সিংহপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইমরান (২১)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, শনিবার দুপুরে চানপাড়া বাজারে তাপস কুমার পালের স্বর্ণের দোকানে ডিবি পরিচয়ে তল্লাশি শুরু করে দুই ব্যক্তি। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা পাঁচবিবি থানায় খবর দেন।
ওসি আরও জানান, পরে থানা পুলিশ জয়পুরহাট ডিবি অফিসে ফোন করে নিশ্চিত হয় যে আটক দুই ব্যক্তি পুলিশের কেউ নন। এরপর স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
What's Your Reaction?






