ঢাকা জেলায় পরপর দুইবার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত শাহিনুর কবির

আইন-শৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবির। পরপর দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি পেলেন তিনি।
বুধবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান তার হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেন।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাভার সার্কেলের তিনটি থানা—সাভার, আশুলিয়া ও ধামরাই—এলাকায় ফেব্রুয়ারি ও মার্চ মাসে অপরাধ দমন, মামলার তদন্ত, গ্রেপ্তার অভিযানে সাফল্য, ট্রাফিক ব্যবস্থাপনা, গোয়েন্দা তৎপরতা ও ভিআইপি নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন শাহিনুর কবির। এসব বিবেচনায় তাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও, তার দক্ষ নেতৃত্বের ফলস্বরূপ সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি, আশুলিয়া থানার এসআই মো. নজরুল ইসলাম শ্রেষ্ঠ উপ-পরিদর্শক, এবং সাভার ও আশুলিয়ার আরও পাঁচজন পুলিশ কর্মকর্তা বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
সভায় উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খায়রুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস অ্যান্ড ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুনাদির ইসলাম চৌধুরী এবং সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আশরাফ আলী।
সাফল্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির বলেন, “পুরস্কার পাওয়া আমার কাছে মুখ্য নয়। সবচেয়ে বড় কথা, জনগণকে আমি কী ধরনের সেবা দিতে পেরেছি। সাভার সার্কেলের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করি।”
What's Your Reaction?






