ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মানববন্ধন, নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
Mar 10, 2025 - 15:55
 0  6
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মানববন্ধন, নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং অনলাইন হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।

সোমবার (১০ মার্চ) সাভার সরকারি কলেজ, ধামরাই সরকারি কলেজ, আশুলিয়ার মির্জা গোলাম হাফিজ কলেজ এবং আব্দুল মান্নান ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ এবং অন্যান্য নেতাকর্মীরা।

প্রধান বক্তা মোহাম্মদ তমিজ উদ্দিন তার বক্তব্যে বলেন, "দেশে নারীদের প্রতি সহিংসতা বেড়েই চলেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা শাস্তির আওতায় আসে না। এ বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে।" তিনি সরকারের প্রতি দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারীদের প্রতি সকল প্রকার সহিংসতা এবং অনলাইন হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, "অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।"

ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দেন যে, যদি নারীদের প্রতি সহিংসতা বন্ধ ও ন্যায়বিচার নিশ্চিত না হয়, তাহলে তারা আরও বড় আন্দোলন গড়ে তুলবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow