ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Apr 9, 2025 - 19:45
 0  2
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফাহাদ (২৩) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহাদ ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর মধ্যপাড়া এলাকার মো. আকবার আলীর ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান জানান, ভোরে সিলেটগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকের চারজনই গুরুতর আহত হন।

পরে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর উভয় ট্রাক থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ হাইওয়ে থানায় রাখা রয়েছে। ওসি আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow