তরুণ নেতৃত্ব সংস্থার উদ্যোগে সালথার সেই ময়লার ভাগাড় পরিষ্কার
ফরিদপুরের সালথা বাজারে প্রবেশ পথের সেই ময়লার ভাগাড় পরিষ্কার ও অনির্দিষ্টকালের জন্য ময়লা ফেলা বন্ধ করার উদ্যোগ নিয়েছে তরুণ নেতৃত্ব সংস্থা নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
তারই ধারাবাহিকতায় গত বুধবার (৩ এপ্রিল) সকালে তরুণ নেতৃত্ব সংস্থা সংগঠনের সদস্যদের অংশগ্রহণে উক্ত স্থানের ময়লা পরিষ্কার করা হয়। এসময় সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর বালি উপস্থিত থেকে এ বিষয়ে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। ময়লা পরিষ্কার শেষে ময়লা ফেলা নিষেধ লেখা একটি নোটিশ বোর্ড টানানো হয়।
সর্বশেষ শুক্রবার (৫ এপ্রিল) সকালে উক্ত স্থানে বাঁশের বেড়া দিয়ে উক্ত স্থানটি সংরক্ষণ করা হয়।
তরুণ নেতৃত্ব সংস্থার সভাপতি মাহাতাব মুন্সী বলেন, সালথা উপজেলাকে সুন্দর, দূষণমুক্ত এবং সামাজিকিকরন করার লক্ষে,উপজেলা প্রশাসনের সহায়তায় কাজ করে যাচ্ছে তরুন নেতৃত্ব সংস্থা। তারই ধারাবাহিকতায় সালথা বাজার সংলগ্ন ব্রীজের পাশের ব্যাপক বর্জ্য অপসারণ পূর্বক বনায়নের পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছি।
What's Your Reaction?