তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন  

আরিফা হক, গাজীপুর জেলা প্রতিনিধি
Dec 13, 2024 - 23:00
 0  5
তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন  

গাজীপুরের টঙ্গীতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ও বীর মুক্তিযুদ্ধা নূরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তারেক জিয়া পরিষদের নেতাকর্মীরা।

শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় টঙ্গী নতুনবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হইয়ে টঙ্গী স্টেশন রোড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে শেষ হয়।

গাজীপুর মহানগর তারেক জিয়া পরিষদের আহ্বায়ক সাব্বির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারেক জিয়া পরিষদ, কেন্দ্রীয় আহব্বায় আমিনুল ইসলাম সোহাগ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্য সচিব মো: বীর রহমান। 

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন নবগঠিত টঙ্গী পূর্ব থানা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক রনি দেওয়ান, সদস্য সচিব রাশেদুল ইসলাম, বিএনপি নেতা দুলাল, মামুন প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow