তাড়া খেয়ে মাদক ফেলে পালালো কারবারিরা, বিজিবির অভিযানে ৪ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজার টেকনাফে ২ বিজিবি অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে টেকনাফ নয়া পাড়া নাফ নদীর আদমের জোড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে তাড়া খেয়ে পালিয়ে যায় চার থেকে পাঁচজন মাদকবহনকারী লোকজন। পরে তল্লাশি করে মাটিতে পুঁতে রাখা ইয়াবাভার্তি চারটি বস্তা উদ্ধার করে। বস্তার ভিতর থেকে ৪ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
উক্ত ঘটনার বরাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, উদ্ধার মাদকদ্রব্য প্রচলিত আইন অনুযায়ী কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। মাদক পাচারের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান।
What's Your Reaction?






